বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ দাবি জানান তিনি।
কাদের বলেন, বিশ্বের ৩৩ কোটি বাংলা ভাষাভাষি মানুষের মাতৃভাষা বাংলা। সেখানে বিশ্বের ৬ষ্ঠ ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেয়া হয়েছে। আর আমাদের ভাষার অবস্থান সপ্তম। তাই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার দাবি গোটা বাঙালি জাতির।
তিনি আরও বলেন, ২১শে’র চেতনার প্রধান শত্রু সাম্প্রদায়িকতা।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ কেন্দ্রীয় নেতারা।