জনপ্রিয় আমেরিকান অভিনেতা, নির্মাতা কার্ল ওয়েদার্স মারা গেছেন। ৭৬ বছর বয়সে অভিনেতা নিজ বাড়িতে ঘুমের মাঝেই মারা গেছেন। সিএনএন-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার অভিনেতা কার্ল ওয়েদার্স এর ম্যানেজার ম্যাট লুবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানান। তবে মৃত্যুর কোনো কারণ পাওয়া যায়নি।
বিবৃতিতে জানানো হয়েছে ‘দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে কার্ল ওয়েদার্স মারা গেছেন। তিনি আলাদা ধরনের মানুষ ছিলেন তিনি অসাধারণ জীবন কাটিয়েছেন। সিনেমা, টেলিভিশন, শিল্প এবং খেলায় তার অবদানের মাধ্যমে পুরো বিশ্ব তাকে চেনে। তিনি একজন স্নেহশীল ভাই, বাবা, দাদা, সঙ্গী এবং বন্ধু ছিলেন।’
অভিনেতা ‘রকি’, ‘রকি টু’, ‘রকি থ্রি’ এবং ‘রকি ফোর’ এ অভিনয় করেছেন। তার চরিত্রের নাম ছিল অ্যাপোলো ক্রিড। সত্তরের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত অনেকগুলো অ্যাকশন ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।
সম্প্রতি স্টার ওয়ার্স সিরিজে গ্রিফ কারগা চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। ‘দ্য ম্যানডালোরিয়ান’-এর জন্য এমি-তে মনোনয়নও পেয়েছেন অভিনেতা। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভক্তরা।