রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর-বিড়াল মেরে ফেলার ঘটনায় তোলপাড় নেটদুনিয়া।
শুক্রবার (২২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।
এ নিয়ে খেপেছেন তারকারাও। এদের মধ্যে রয়েছেন সালমান মুক্তাদির ও জ্যোতিকা জ্যোতি। অবলা প্রাণীগুলোর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদির লিখেছেন, আমাদের সঙ্গে এসব কি ঘটছে! আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশুপাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নাই এখন আর। আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণী হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতে হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।
জ্যোতিকা জ্যোতি তার ফেসবুকে লিখেছেন, মানুষ এতটা অমানুষ কীভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সাথে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিল, পারেনি। এবার করেই ফেলল।
শুধু তারা দুজনই নন, প্রতিবাদ জানিয়েছেন জয়া আহসানও। নেটমাধ্যমে তিনি লিখেছেন, ছয় কুকুর ও এক বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণীপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিলো তারা।
রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম বেড়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এসব প্রাণীদের প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সামাজিকমাধ্যমে কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকে। এতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।
এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। এবার সেটাই ঘটানো হয়েছে।
এ ঘটনায় সকল প্রাণীহত্যার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন প্রাণীপ্রেমীরা।