সময়ের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। ভিন্ন কথা আর সুরের খেলায় যারা অনেক আগেই তৈরি করেছে নিজেদের স্বকীয়তা। জাহাজী, একা পাখি, বন্ধ জানালা তাদের জনপ্রিয় গান।
ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন বেজ গিটারে জিয়াউর রহমান জিয়া, ড্রামে কাজী আহমাদ সাফিন, গিটারে দিয়াত খান, কি-বোর্ডে রাসেল কবীর এবং শেখ ইশতিয়াক আছেন কণ্ঠে।
শিরোনামহীন ব্যান্ডের জনপ্রিয় আরেকটি গান ক্যাফেটেরিয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেলেন তানজীর তুহিন। এবার অনেকটা একই নামে আসতে যাচ্ছে ব্যান্ডটির নতুন গান। গানের শিরোনাম ‘ক্যাফেটেরিয়া পেরিয়ে’।
গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান জিয়া এবং কণ্ঠ দিয়েছেন শেখ ইশতিয়াক। করোনাভাইরাসের কারণে বৈশাখ উদযাপন হচ্ছে না আগের মতো। ব্যান্ডটির পক্ষ থেকে এ্ গিানটি নববর্ষের উপহার।’
বৈশ্বিক মহামারির এই সময়ে অঘোষিত লকডাউনের এই কঠিন সময়ে গানটি শ্রোতা-দর্শকদের জীবনের স্বর্ণালি সময়ের স্মৃতি মনে করিয়ে দেবে বলে মনে করছেন ব্যান্ড সদস্যরা। গানচিত্রটি ১৪ এপ্রিল উন্মুক্ত হচ্ছে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি