ওয়েব সিরিজ নিয়ে চলমান বিতর্কের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১১৮ জন নির্মাতা এক হয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। ১৯ জুন প্রকাশ পাওয়া সেই বিবৃতিতে অ্যাপ বা ওয়েব সিরিজের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন তারা।
‘বৈশ্বিক ডিজিটাল বিনোদন শিল্প ও আমাদের ভাবনা’ শিরোনামের সেই বিবৃতি প্রকাশের দুই দিন পর অর্থাৎ ২১ জুন রাতে আরেকটি বিবৃতি এলো দেশের ৭৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বের পক্ষ থেকে।
‘বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম এবং ইউটিউব চ্যানেলে প্রদর্শিত নাটক সম্পর্কে দেশের বিশিষ্টজনদের অভিমত’ শিরোনামের এই বিবৃতির পক্ষে যারা একমত হয়েছেন তাদের বেশিরভাগ অংশ অভিনয় জগতের, সঙ্গে রয়েছেন সাংবাদিক, সাহিত্যিক, প্রকাশক, কার্টুনিস্টসহ বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমান মানুষ।
এই বিবৃতিতে বলা হয়েছে আশির দশকে বাংলাদেশের চলচ্চিত্রে অশ্লীলতার প্রবণতার ফলে দর্শক সিনেমা বর্জন করেছিলো। একইভাবে দর্শক যদি আমাদের নাটক বর্জন করতে থাকে তাহলে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা শিল্পীর স্বাধীনতা ও ভিন্নমতে বিশ্বাসী। কাহিনীর প্রয়োজনে কোনও শিল্পিত উপস্থাপনার খবরদারিত্বে আমরা বিশ্বাস করি না। কিন্তু অপ্রয়োজনে শুধুমাত্র দর্শক টানার মিথ্যা প্রলোভন আমাদের নাটক শুধুই বিনোদনের পণ্য হয়ে দাঁড়াক তাও চাই না।