বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী ঈদ আনন্দমেলা চলছে।
ঈদ আনন্দমেলায় শিশুদের আনন্দ দিতে নাগরদোলা, বায়স্কোপ এবং ইতিহাস-ঐতিহ্য, লোকশিল্প ও সংস্কৃতি অবলোকনের জন্য জাদুঘর উন্মুক্ত রাখা হয়। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য ঝিলের জলে নৌকায় ভ্রমণের বিশেষ ব্যবস্থা করা হয়। ঈদ আনন্দমেলার কারণে সোনারগাঁও উৎসবের নগরীতে পরিণত হয়ে উঠেছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ’র সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে বড় সরদারবাড়ি সংলগ্ন ঐতিহাসিক পুকুরপাড়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন, শিল্পী আনিসা, আঁখি, সীমা মজুমদার, স্বর্ণা মজুমদার, সাগর দেওয়ান, স্বপন বিশ্বাস এবং জয়নুল পাঠশালার ক্ষুদে শিল্পীরা। বিপুলসংখ্যক দর্শক ঈদ আনন্দমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিজয় টিভি/ নিউজ ডেস্ক