ব্রিটেনপ্রবাসী সংগীতশিল্পী রুবাইয়েত জাহান। বাংলার বাইরে ইংরেজি, উর্দু ও হিন্দিতে গান গেয়ে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে বেশ পরিচিত তিনি। গানের চর্চা করে যাচ্ছেন নিয়মিত। পপ সংগীতসহ নানা ধরনের গান করে প্রশংসাও কুড়িয়েছেন এই সংগীতশিল্পী।
কোরবানির ঈদকে সামনে রেখে প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন গান ‘দুটি চোখ’। গেল ২৫ জুলাই অন্তর্জালে প্রকাশ পেয়েছে এই গানটি। গানটির কথা ও সুর বেঁধেছেন হীরা কাঞ্চন। গানটির সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।
নতুন এই গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। সেমি ক্ল্যাসিক ঘরানার গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সংগীতশিল্পী রুবাইয়েত জাহানের সঙ্গে মিউজিক ভিডিওটিতে অংশ নিয়েছেন রাজা কাশেফ।
এই গানটি প্রসঙ্গে রুবাইয়াত জাহান জানান, ‘দুটি চোখ’ মূলত প্রেমিককে কাছে পাওয়ার যে আকুলতা আর ব্যাকুলতা, তারই বহিঃপ্রকাশ। সব শ্রেণির শ্রোতার কাছেই ভালো লাগবে গানটি। মিউজিক ভিডিওটিও সবার নজর কাড়বে বলে আশা করছেন তিনি।
চলছে করোনাকাল। করোনা মহামারীতে ডাক্তার, পুলিশ, সাংবাদিক, নার্স, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবীসহ সকল সম্মুখ যোদ্ধাদের সম্মানে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে অন্তর্জালে প্রকাশ পেয়েছে ‘সম্মুখযোদ্ধা’ শিরোনামের নতুন একটি গান।
নতুন এই গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী স্মরণ। গানটির কথা যৌথভাবে সাজিয়েছেন আকবর আহমেদ ও সঙ্গীতশিল্পী স্মরণ নিজেই। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন গোলাম রাব্বি সোহাগ।