দীর্ঘদিন পর্দা থেকে দূরে আছেন বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু। তবে এবার বিরতি ভেঙে পর্দায় ফিরতে চলেছেন তিনি। স্বামী করণ সিং গ্রোভারের হাত ধরে ফিরছেন তিনি। বলিউডের এই রোমান্টিক দম্পতিকে দেখা যাবে থ্রিলারধর্মী ওয়েব সিরিজ ‘ডেঞ্জারাস’–এ।
বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার অভিনীত সিনেমা ‘ড্যাঞ্জারাস’র ট্রেলার প্রকাশ পেয়েছে সম্প্রতি। বিপাশা এই সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
আদিত্য ধনরাজের স্ত্রী দিয়া অপহরণের ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে সিরিজের কাহিনী। সিরিজে করণ তাঁর স্ত্রীকে হারিয়েছেন। ঘটনা অনুসন্ধানে নেমে কাহিনী আরও গভীরে প্রবেশ করে। চোখে যা দেখা যায় তার চেয়ে বাস্তবতা ছিল আরও জটিল।
নিজের আসন্ন ওয়েব সিরিজ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত বিপাশা। তার ওপর জীবনসঙ্গী করণের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এই ওয়েব সিরিজ প্রসঙ্গে বিপাশা বলেন, ‘থ্রিলারধর্মী কাজ করতে আমি দারুণ পছন্দ করি। এর মধ্যে ড্রামা, অ্যাকশন, আবেগ, প্রেম, ভয় সবকিছু থাকে।
‘ডেঞ্জারাস সিরিজটির প্রযোজক ও লেখক বিক্রম ভাট। মিকা সিংও এই সিরিজের অন্যতম প্রযোজক। সিরিজটি পরিচালনা করেছেন ভূষণ প্যাটেল। ১৪ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ম্যাক্স প্লেয়ারে ডেঞ্জারাস মুক্তি পেয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি