এবার শহরে আসছে আরেক দুর্ধর্ষ গোয়েন্দা। যে টেক্কা দিবে শার্লক হোমসকেও। সে আর কেউ নয় স্বয়ং শার্লক হোমস এর ছোট বোন। তিনি ইলোনা হোমস। সম্প্রতি জনপ্রিয় স্ট্রিমিং প্লার্টফর্ম নেটফ্লিক্স প্রকাশ করেছে ইলোনা হোমস এর ট্রেলার ।
অনেক দিন ধরে যারা ইনোলা হোমসকে দেখার অপেক্ষা আছেন, ট্রেলার হতাশ করেনি তাদের। এখানে তুলে ধরা হয়েছে তার একক অ্যাডভেঞ্চারের কিছু মুহূর্ত। সেখানে ইনোলার কিছু ব্যাক স্টোরি তুলে ধরা হয়েছে। সে জানায় তার নামের রহস্য ও মায়ের সঙ্গে সম্পর্কের নানান পরত।
সিনেমাটির ট্রেলারে ইনোলার জীবনের প্রেক্ষাপটের সঙ্গে মা ও বিখ্যাত গোয়েন্দা ভাইয়ের সঙ্গে সম্পর্কটাও সংক্ষেপে তুলে ধরা হয়েছে। একসময় ইনোলার মা হারিয়ে যায়।
এ ছবির নাম ভূমিকায় আছেন স্ট্রেঞ্জার থিংস এবং গডজিলা খ্যাত অভিনেত্রি মিলি ববি ব্রাউন। সঙ্গে আছেন নামি-দামি তারকারা। যেমন; খোদ শার্লক হোমসের ভূমিকায় হেনরি কাভিল। তাকে দেখা গেল আনকোরা অবতারে। তার চুলের স্টাইল নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ইনোলা হোমস’ পরিচালনা করেছেন ‘ফ্লিব্যাগ’ ও ‘কিলিং ইভ’খ্যাত নির্মাতা হ্যারি ব্রাডবিয়ার। ন্যান্সি স্প্রিনজার রচিত ‘দ্য ইনোলা হোমস মিস্টরিস’ সিরিজ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। সেপ্টেম্বরের ২৩ তারিখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সিনেমাটি মুক্তি পাবে।