চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই শোনা গিয়েছিল অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং অভিনেত্রী ইয়ামি গৌতম নাকি জুটি বাঁধছেন রুপালি পর্দায়। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। পরিচালক শাদ আলির আগামী ছবিতে দেখা যাবে এই জুটিকে।
বলিউডে দিলজিত পরিচিত তার কমেডি ঘরানার ছবির কারণে। বিশেষ করে তার শেষ ছবি গুড নিউজ এর পর এই আসনটি তিনি পাকাপোক্ত করেছেন। তবে এবার তাকে দেখা যাবে সম্পূর্ণ নতুন এবং অভিনব এক চরিত্রে।
ছবিটি মূলত রোম্যান্টিক কমেডি হলেও, তার আড়ালে মেইল প্রেগন্যান্সির মতো অজানা বিষয় থাকছে। এই ধরনের বিষয় নিয়ে আগে ছবি হয়নি বলিউডে।
ছবিতে দেখা যাবে আট দশটা পাঞ্জাবি দম্পত্তির মতই সুখের সংসার করছিলেন দিলজিত- ইয়ামি। কিন্তু হঠাত করেই জানা যায় দিলজিত গর্ভবতি। কিন্তু এটা কিভাবে সম্ভব? জানতে হলে দেখতে হবে এই ছবিটি।
অক্টোবর নাগাদ ছবির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবির মাধ্যমে দিলজিৎ, ইয়ামি প্রথমবার জুটি বাধছেন বড় পর্দায়।