করোনাকালের নতুন স্বাভাবিক পরিস্থিতি মেনে শুরু হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ সেপ্টেম্বর শুরু হওয়া এ উৎসব চলছে অনলাইন আর অফলাইন—দুইভাবেই।
যেহেতু এই উৎসবে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের তারকারা কানাডায় যেতে পারবেন না, তাই টরন্টো উৎসবেও তারার জৌলুশ থাকবে কম। তবে অনলাইন তারকারা ঠিকই উৎসবের অংশ হবেন।
তারকাদের দেখতে না পেলেও সিনেমাগুলো হতাশ করছে না দর্শকদের। মাত্র তিন দিন বয়সী এ উৎসবে এরই মধ্য সাড়া ফেলেছে ভারতীয় নির্মাতা চৈতন্য তামহানে পরিচালিত দ্য ডিসাইপল, ফ্রান্সিস লি পরিচালিত অ্যামোনাইট ও ক্লোয়ে ঝাও পরিচালিত নোম্যাডল্যান্ড।
ক্লোয়ে ঝাও পরিচালিত নোম্যাডল্যান্ড আলোড়ন তুলেছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এর আগে চলতি মাসে শুরু হওয়া ভেনিস উৎসব থেকেও নোম্যাডল্যান্ড প্রশংসা কুড়ায়। এ ছবি একজন ষাটোর্ধ্ব গৃহহীন বৃদ্ধার, যিনি নিজের একটি ভ্যান নিয়ে পথে পথে ঘুরে বেড়ান এবং ঘটনাক্রমে ভ্যানেই গড়ে তোলেন নিজের জীবন।
ভারতীয় ছবি দ্য ডিসিপিল ছবিটিও বেশ প্রশংসা কুড়িয়েছে। টরন্টোর আগে ভারতীয় নির্মাতা চৈতন্য তামহানে পরিচালিত এ ছবি ভেনিস চলচ্চিত্র উৎসবে চমক দেখিয়ে এসেছে।
‘দ্য ডিসিপিল’ ছবিতে ভারতীয় ধ্রুপদী সংগীতের ঐতিহ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা। তার কাজের প্রশংসা করেছেন সমালোচকরা।
অস্কারের পূর্বাভাস পাওয়ার প্ল্যাটফর্ম হিসেবে টরন্টো চলচ্চিত্র উৎসবের বিশেষ খ্যাতি রয়েছে। তাই এবার দেখা বিষয় কোন ছবিগুলো জায়গা করে নেয় সেরাদের সেরা তালিকায়।