কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী এবং নামকরা পরিচালক রাজ চক্রবর্তী। ভালোবেশে ঘর বাধেন দুই বছর আগে। ভালোবাসার ফসল হিসেবে এই দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। ১২ সেপ্টেম্বর মা-বাবা হেয়েছেন এই তারকা দম্পতি।
শনিবারই দুপুর দেড়টা নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। এরইমধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন তাঁরা। আদর করে ছেলের নাম রাখা হয়েছে ‘য়ুবান’। যার অর্থ মহাদেব।
শুভশ্রী তাঁর ছেলের প্রথম ছবির ঝলকও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লিখেছেন, “পুত্র সন্তান এসেছে ঘরে। জুবান সবাইকে ‘হ্যালো’ বলতে চায়। রাজও ছেলের ছবি শেয়ার করে লিখেছেন, “স্বপ্ন সত্যি হয় তবে।
আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। সবাই ওকে আশীর্বাদ করবেন। মা এবং ছেলে দুজনেই সুস্থ রয়েছে।”