ভবিষ্যতে বিদ্যুৎতের উপর থেকে ভর্তুকি উঠিয়ে নেয়া হতে পারে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের আর্থ সাজাজিক অবস্থার উন্নয়নের ফলে এখন আর বিদ্যুৎতে ভর্তুকির প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
সকালে বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। ভবিষ্যতে বিদ্যুৎতের সরবরাহ বাড়াতে প্রতিবেশি দেশগুলোর থেকে বিদ্যুৎ আমদানির করা হবে বলেও জানান শেখ হাসিনা।
এছাড়া ২০৪১ সালের মধ্যে সরকার ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি