পাইকারিতে দাম না বাড়লেও লকডাউনে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে খুচরা পর্যায়ে বেড়েছে চালের দাম। ধরণ ভেদে চালের দাম বস্তাপ্রতি দাম ১শ’ থেকে দেড়শ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা বলেন, লকডাউনে নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য নিতে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। তাই চালের দাম খুচরা পর্যায়ে বেড়েছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বাজারে পণ্যের সরবরাহ ঠিক থাকলে দাম বাড়ানো অযৌক্তিক। এছাড়া, করোনায় অনেক মানুষের আয় নেই। এর মধ্যে পণ্যের দাম বাড়লে মানুষ অসহনীয় কষ্টে পড়বে।
কয়েক মাস ধরে চাল নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কারসাজি করছে। তাই বাজার তদারকি সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা।