মহামারি করোনা সংক্রমণ বৃদ্ধি ও কঠোর লকডাউনের মধ্যেও সীমিত জনবল নিয়ে চব্বিশ ঘণ্টা সচল রয়েছে চট্টগ্রাম বন্দর। এর ধারাবাহিকতায় নির্ধারিত সময়ে তৈরি পোশাক রপ্তানির চালান গন্তব্যে পৌঁছাতে চট্টগ্রাম-কলম্বো রুটে ফিডার জাহাজ বাড়ানোসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সোমবার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে বিভিন্ন অফডক থেকে রপ্তানি পণ্যবোঝাই কনটেইনার শিপমেন্ট দ্রুত ও সহজীকরণ বিষয় সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, সিঙ্গাপুর ও কলম্বো বন্দরে কনটেইনার ও জাহাজ জট সৃষ্টির কারণে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যবাহী কনটেইনার মাদারভ্যাসেলে লোড করতে দেরি হচ্ছে।
এদিকে, বাংলাদেশ থেকে জাহাজগুলো প্রায় ৩০ শতাংশ অব্যবহৃত স্লট নিয়ে ছেড়ে গেছে এবং বিভিন্ন অফডকে প্রায় ৪২ হাজার ৪১০ টিইইউএস ও চট্টগ্রাম বন্দরের ২ হাজার টিইইউএস খালি কনটেইনার রয়েছে।