পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় ১২ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদুল আজহা ও সরকারি ছুটি সমন্বয় করে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য ১৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মোট ১২ দিন বন্ধ থাকবে। তবে, ৩১ জুলাই থেকে আবারো বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।