ঈদুল আজহা উপলক্ষে, কোরবানির পশুর কাঁচা চামড়া কেনার ঋণের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এবার চামড়া কিনতে ব্যবসায়ীরা আগের বছরের অপরিশোধিত ঋণের ৩ শতাংশ ডাউন পেমেন্টে ৩ বছর মেয়াদে পুনঃতফসিল করার সুযোগ পাবে। এছাড়া, অগ্রিম জমা অর্থাৎ কোনো ধরনের কম্প্রোমাইজড অ্যামাউন্ট ছাড়াই এবার ঋণ নিতে পারবেন তারা। এ সুবিধা থাকবে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার (১৩ জুলাই) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
প্রতিবছর ঈদুল আজহার আগে এ ঋণ দেয়া হয়। নিয়ম অনুযায়ী, যারা আগের বছরের ঋণ পুরোপুরি শোধ করে শুধু তারাই এ ঋণ পায়। এছাড়াও ব্যাংক-গ্রাহক সম্পর্কের বিবেচনায় অনেক প্রতিষ্ঠান ঋণ দিয়ে থাকে।