তৈরি পোশাকসহ জমে থাকা অন্যান্য রপ্তানিপণ্য দ্রুত জাহাজীকরণ নিশ্চিত করতে একসাথে কলম্বোগামী তিনটি কনটেইনার জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরের জেটিতে।
এরমধ্যে একটি জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া, আরো একটি কলম্বোগামী জাহাজ কয়েক দিনের মধ্যে বন্দর জেটিতে ভেড়ানোর কথা রয়েছে।
ফলে, দেশের বিভিন্ন অফডকে জমে থাকা রপ্তনি পণ্য দ্রুত ট্রান্সশিপমেন্ট পোর্ট কলম্বোতে পাঠানোর সুযোগ সৃষ্টি হলো। ঈদের আগে, চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানিপণ্য নিয়ে কলম্বো পোর্টে যাবে মোট ৭টি জাহাজ। যার মাধ্যমে প্রায় ১০ হাজার টিইইউস রপ্তানি পণ্যবাহী কনটেইনার পাঠানো সম্ভব হবে।