করোনা পরিস্থিতি ও নানামুখী সুবিধার কারণে চট্টগ্রামেও ক্রেতারা ঝুঁকছেন খামারভিত্তিক ও অনলাইনে পশু ক্রয়ে। এ বিষয়ে কথা বললে চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ও গ্রিন হারভেস্ট এগ্রো’র স্বত্বাধিকারী বোরহানুল হাসান চৌধুরী সালেহীন জানান, এ করোনা পরিস্থিতিতে অনলাইনে ও খামারে এসে পছন্দের গরু নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
তিনি জানান, গত বছরও অনেকে করোনার কারণে হাটে গিয়ে কোরবানীর পশু কিনতে পারেননি। তাই এ ধরণের ক্রেতার কথা মাথায় রেখে, তিনি নিজে গত বছরের সেপ্টেম্বরের শুরুতে ৮০টি গরু নিয়ে গড়ে তোলেন গ্রিন হারভেস্ট এগ্রো নামে একটি পশু খামার।
তবে, গোখাদ্যের দাম বেড়ে যাওয়াতে এবার গরু’র দাম বেড়েছে উল্লেখ করে খামারীদের কথা বিবেচনা করা গোখাদ্যের দাম কমানোর কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান চট্টলবীরের এ কনিষ্ঠ সন্তান।
এছাড়া, লাভজনক হওয়ায় এবং এসব খামারে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব সমাজকেও এগ্রো বেইস খামারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।