কোরবানির ঈদের আগের দিন অর্থাৎ ২০ জুলাই, রাজধানীর পশুর হাট এলাকায় অবস্থিত ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৮ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের নিকটতম শাখা বা উপশাখাগুলোতে ১৯ জুলাই, রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। এছাড়াও ঈদের জন্য ঘোষিত ছুটির প্রথম দিন অর্থাৎ ২০ জুলাই ওই শাখা বা উপশাখাসমূহে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।