স্থানান্তর অযোগ্য ২০টি কনটেইনারকে বাদ রেখেই শেষ হলো চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখার পণ্য ধ্বংস কার্যক্রম।
তবে, পরবর্তী পণ্য ধ্বংস কার্যক্রমে ওই জরাজীর্ণ ভঙ্গুর প্রায় ২০টি কনটেইনারকে আবার পণ্য ধ্বংসের তালিকায় যুক্ত করে এর সুরহা করা হবে বলে জানায় কাস্টমস নিলাম শাখা কর্তৃপক্ষ।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ২৯৮ কনটেইনার পণ্য ধ্বংস কার্যক্রম শুরু হয় গত ২৯ মার্চ। প্রায় ৬ হাজার টন ব্যবহার অযোগ্য ওইসব পণ্য ধ্বংস কার্যক্রম চলতে থাকে নগরীর উত্তর হালিশহরের বে-টার্মিনাল সংলগ্ন বেড়িবাঁধ রোডের চৌধুরী পাড়ায় অবস্থিত একটি খোলা জায়গায়। কিন্তু, মাঝে করোনার কঠোর লকডাউন ও সর্বশেষ বৃষ্টির কারণে কিছু দিন কাজ বন্ধও রাখা হয়। ওই পরিস্থিতির মধ্যেও ২৯৮ কনটেইনারের মধ্যে ২৬৬ কনটেইনার পণ্য ধ্বংস কার্যক্রম সফলভাবে শেষ হয়।