ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি! ঈদের সময় বড়দের কাছ থেকে সালামিতে নতুন টাকা পাওয়া তার মাত্রাটা যেন আরো বাড়িয়ে দেয়।
তাইতো ঈদ এলেই বেড়ে যায় নতুন টাকার চাহিদা। আর ঈদের আগে সরগরম হয়ে ওঠে এসব নতুন টাকার বাজার। তবে করোনার কারণে ঘর থেকে বের না হতে পারায় এবার নতুন টাকার চাহিদা কমে গেছে।
রাজধানীতে নতুন টাকার বাজারের জন্য খ্যাত গুলিস্তানের মোড় ও বাংলাদেশ ব্যাংকের সামনে ঘুরে দেখা গেছে ক্রেতার সংখ্যা খুবই কম।
আর বিক্রেতা জানান, আগে ঈদের সময় যে পরিমাণে নতুন টাকা বিক্রি হতো, এখন তা খুবই নগন্য। সাধারণত এসব নতুন টাকা ৫ থেকে ২০ শতাংশ লাভে বিক্রি হয়ে থাকে।