ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকার পর আজ শনিবার (২৪ জুলাই) সকাল থেকে বেনাপোলে পুনরায় শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। এছাড়া এ পথে দুই দেশের হাইকমিশন থেকে (এনওসি) পত্র নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে।
শনিবার (২৪ জুলাই ) সকালে আমদানি রপ্তানি সচলের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।
তিনি জানান, সাপ্তাহিক ছুটি ও ঈদ উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে চার দিন আমদানি রপ্তানি বন্ধ ছিল। এসময় অক্সিজেন ছাড়া অন্য কোনো পণ্য আমদানি হয়নি। তবে চার দিন ছুটি শেষে আজ সকাল থেকে এই পথে স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি বানিজ্য সচল হয়েছে। এছাড়া ছুটি শেষে বন্দর থেকে পণ্য খালাসের চাপ অনান্য সময়ের চেয়ে একটু বেশি। খালাসকৃত পণ্যের মধ্যে রয়েছে শিল্পকাখানায় ব্যবহৃত যন্ত্রাংশ,কাচামাল ও খাদ্য সামগ্রী।