ঈদ উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সকালে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। তবে, স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকলেও এনওসি নিয়ে যাত্রী পারাপার অব্যাহত আছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে ২০ জুলাই (মঙ্গলবার) থেকে ২৫ জুলাই (রোববার) পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হয়। ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আবারও বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।