চলমান লকডাউনের প্রভাব পড়েছে কাঁচাবাজারে। সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগি, পেঁয়াজসহ সবধরনের সবজির দাম। তবে, অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দাম কমেছে। বাজারে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, করলা ৪০, বরবটি ৬০, চাল কুমড়া পিস ৪০, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়া পেঁয়াজের দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।
এদিকে, মুরগির দাম কমে বাজারে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। এছাড়া ব্রয়লার মুরগি ১১০ থেকে ১২০ এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা কেজি দরে।