কঠোর লকডাউনের মধ্যে রপ্তানিমুখী শিল্প-কারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে একদিনের জন্য গণপরিবহন চালু করায় বঙ্গবন্ধু সেতুতে টোল বাবদ আয় হয়েছে পৌনে ৩ কোটি টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে রেকর্ড গণপরিবহনসহ ৩৮ হাজার যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩১০ টাকা।
এর মধ্যে সেতু পূর্ব টোলপ্লাজায় ২০ হাজার ৫৯৬টি পরিবহনের বিপরীতে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৭২০ টাকা এবং সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৭ হাজার ৩৪৪টি পরিবহনের বিপরীতে ১ কোটি ২৪ লাখ ৪১ হাজার ৫৯০ টাকা টোল আদায় হয়েছে।