চলতি অর্থবছরের জুলাইয়ে ৩৪৭ কোটি ডলারের বা ২৯ হাজার ৪৯৫ কোটি টাকার সমপরিমাণ পণ্য রপ্তানি হয়েছে।
তবে, গত বছরের এ সময়ের তুলনায় এই আয় ১১ দশমিক ১৯ শতাংশ কম। গতকাল, রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। ইপিবি’র তথ্যানুযায়ী, চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া শীর্ষ সব খাতের রপ্তানি কমে যাওয়ায় সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম মাসে ২৮৮ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। এছাড়া, কৃষিপণ্য রপ্তানি হয়েছে ৯ কোটি ৮১ লাখ ডলার এবং ৩ কোটি ৬৮ লাখ ডলারের হিমায়িত খাদ্য, ৩ কোটি ৩০ লাখ ডলারের প্রকৌশল পণ্য, দেড় কোটি ডলারের ওষুধ ও ১ কোটি ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে।