সরকারের ক্রয় সংক্রান্ত কেবিনেট কমিটি (সিসিজিপি) বাসমতি ছাড়া ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করার প্রস্তাবসহ ১০টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
বুধবার অর্থমন্ত্রী এ এইচ এম মোস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিসিজিপি’র চলতি বছরের ২৬তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকের পর ভার্চুয়ালি সাংবাদিকদের ব্রিফিংকালে কামাল বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, ইন্ডিয়া’র কাছ থেকে প্রায় ১৬০.২২ কোটি টাকার বাসমতি ছাড়া ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করবে।
তিনি আরো বলেন, বৈঠকে নারায়ণগঞ্জে চালের জন্য ইস্পাতের সাইলো নির্মানের জন্য প্রায় ৩২০.২৩ কোটি টাকা ব্যয়ে একটি ইস্পাতের সাইলো সংগ্রহ করতে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তরের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।