নওগাঁ জেলায় চলতি মৌসুমে মোট ১ লাখ ৯৭ হাজার ৫৫ হেক্টর জমিতে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ কর হয়েছে। মাঠে মাঠে এখন চলছে চারা রোপণের উৎসব। কলের লাঙ্গলের শব্দ, কোথাও কোথাও পুরাতন পদ্ধতি পানিতে লাঙ্গলের পানি তোলার কোলাহলে মুখরিত মাঠের পর মাঠ। এ অনুভব এখন পুরো নওগাঁ জেলার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন ,ধার্যকৃত লক্ষ্যমাত্রার মধ্যে হাইব্রিড জাতের ৩৫৫ হেক্টর, উন্নত ফলনশীল (উফসী) জাতের ১ লাখ ৭০ হাজার হেক্টর এবং স্থানীয় জাতের ২৬ হাজার ৭শ হেক্টর। তিনি জানিয়েছেন হাইব্রিড জাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ধানী গোল্ড এবং এ্যারাইজ ৭০০৬ জাতের। স্থানীয় জাতের মধ্যে রয়েছে চিনি আতপ ও বিন্নাফুল। উফশী জাতের মধ্যে উল্লেখযোগ্য হলো স্বার্ন, ব্রিধান-৫১, ব্রিধান-৫২, ব্রিধান-৩৪ এবং ব্রিধান-৪৯।
কৃষি বিভাগ জানিয়েছে এ পরিমান জমি থেকে চালের আকারে সম্ভাব্য উৎপাদনের পরিমান হচ্ছে ৫ লক্ষ ১৯ হাজার ২৫১ দশমিক ৭০ মেট্রিক টন। এর মধ্যে হাউব্রিড ১ হাজার ৫শ ১ দশমিক ৭০ মেট্রিক টন, উফশী জাতের ৪ লক্ষ ৭৭ হাজার ৭শ মেট্রিক টন এবং স্থানীয় জাতের ৪০ হ্জাার ৫০ মেট্রিক টন।