জীবন্ত পশু-পাখি ও প্রাণি, মাছের পোনা, তাজা ফুল, হিমায়িত ও প্রক্রিয়াজাত খাবারসহ ৬৩ ধরনের পচনশীল পণ্যের শুল্কায়নসহ সব কর্মকাণ্ড দ্রুত শেষ করতে বিধিমালা চূড়ান্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
নতুন এ বিধিমালাটি পচনশীল পণ্য দ্রুত খালাস ও নিষ্পত্তিকরণ বিধিমালা-২০২১ নামে অভিহিত করেছে এনবিআর। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত সই করা এক আদেশে চূড়ান্ত বিধিমালা জারি করা হয়েছে। বিভিন্ন জটিলতার কারণে দিনের পর দিন বন্দরে এসব পণ্য বিভিন্ন শুল্ক স্টেশনে পড়ে থাকে। এতে করে আমদানিকারকরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি রাজস্ব হারায় সরকার।
এ কারণে আমদানি-রপ্তানি গতি ত্বরান্বিত করতেই এ বিধি চূড়ান্ত করেছে এনবিআর।