দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় বন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমেছে পেঁয়াজের দাম।
খুচরা বাজারে প্রকারভেদে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে দুই টাকা কমে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত তিনদিন আগেও ছিল ৩০ থেকে ৩২ টাকা।
সংশ্লিষ্টরা জানায়, দেশের বাজারে চাহিদা থাকায় এ বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। ফলে, স্থানীয় বাজারে পণ্যটির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। গত দু’দিনে ভারত থেকে ৬০টি পেঁয়াজবোঝাই ট্রাকে ১ হাজার ৭৪৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এদিকে, পেঁয়াজের দাম কমার খবরে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে ।