রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে ৯০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ১১৫.১৬ কোটি টাকার প্রায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রয় করবে।
এখানে প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের দাম হবে ৪৫০.৮৩ ইউএস ডলার। কাতার থেকে ১১১.৭২ কোটি টাকার আরও ৩০ হাজার মেট্রিক টন ব্যাগযুক্ত দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে বিসিআইসি। যেখানে প্রতি মেট্রিক টন সারের দাম হবে ৪৩৬.৮৩ ইউএস ডলার।
এছাড়া, বিসিআইসি সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার ক্রয় করবে।