চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে, আমদানি পণ্য থেকে চলতি ২০২১-২২ অর্থবছরে, ৫শ’ ৪৩ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
সোনামসজিদ কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের জুলাই মাসে ২৫ কোটি ৮৮ লাখ ও আগস্টে ৪৬ কোটি ১৩ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে। চলতি বছরে রাজস্ব আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আয় বাড়াতে হলে বাণিজ্য সম্প্রসারণে কাস্টমস ও বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা প্রয়োজন।
এর আগে, ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল, ৪শ’ ৭৩ কোটি ৫ লাখ ৪৫ হাজার টাকা। অর্থবছর শেষে আয় হয়েছে ৭শ’ ৭ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২৩৩ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকা বেশি আয় হয় গত অর্থবছরে।