চলতি বছরের সেপ্টেম্বর মাসে ১ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি টাকার হিসাবে যার পরিমাণ ১৪ হাজার ৬৭২ কোটি ৭০ টাকা। যা আগস্টের চেয়ে ৭১৩ কোটি টাকা কম।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, এবার, আগের বছরের একই সময়ের তুলনায় তিন হাজার ৬১০ কোটি ৮০ লাখ কোটি টাকা কম রেমিট্যান্স এসেছে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে, রেমিট্যান্স এসেছিল ২.১৫ মিলিয়ন ডলার বা ১৮ হাজার ২৪৩ কোটি ৫০ লাখ টাকা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনার ধাক্কা লাগতে শুরু করেছে প্রবাসী আয়ে। কারণ গত অর্থবছর করোনার কারণে সবকিছু স্থবির হয়ে পড়েছিল। এতে প্রবাসী আয় কমতে শুরু করেছে।