দেশের বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। গত তিনদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।
চট্টগ্রাম নগরীর চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে গত তিনদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২-৫৩ টাকায়। এছাড়া, মিয়নমারের পেঁয়াজ কেজিতে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৫-৪৬ টাকায়।
আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। ব্যবসায়ীরা জানান, ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দর বৃদ্ধির কারণে বাজার চড়া। এদিকে, ভোক্তারা বলছেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংকটের অজুহাত দেখিয়ে ভারতের রপ্তানিকারকরা পেঁয়াজের দাম বৃদ্ধি করে যাচ্ছেন।
সরকার দেশি পেঁয়াজ চাষিদের পেঁয়াজ চাষে উদ্বুব্ধ না করলে পেঁয়াজের বাজার লাগামহীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।