কোনো কারণ ছাড়াই গত কয়েক দিনের ব্যবধানে আবারো কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০-২৫ টাকা।
রাজধানীর বাজারগুলোতে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। যা কয়েকদিন আগেও ছিল ৪৫-৫০ টাকা কেজি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, হঠাৎ করে আড়তদাররা পেঁয়াজের দাম বাড়ানোর কারণে তাদেরকেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
আর আড়তদাররা বলছেন, ভারতে পেঁয়াজের বুকিং রেট বেড়ে যাওয়ায় আমদানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এ কারণেই দাম বাড়ছে এই পণ্যটির।
এদিকে, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে পেঁয়াজের এমন দাম বাড়ায় হতাশ ক্রেতারা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি তাদের।