চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
আজ, বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বিশ্বব্যাংক বলছে, রপ্তানি খাতের পুনরুদ্ধার আর ভোগ ব্যয় বৃদ্ধির কারণে আগের হিসাবের চেয়ে প্রবৃদ্ধি বেশি হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতি ২০২০–২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে দেশটির অর্থনীতি আরও ভালো হবে। তবে বিষয়টি করোনার টিকা দেয়ার গতির ওপর নির্ভর করছে। কারণ টিকাকরণে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে আছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হতে পারে মালদ্বীপের। দেশটির প্রবৃদ্ধি ১১ শতাংশ হতে পারে। মালদ্বীপের পরে ভারত এবং এরপরেই বাংলাদেশের অবস্থান।