মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জমিতে ঝুলছে এমন থোকা থোকা টমেটো। গ্রাফটিং পদ্ধতিতে শেড দিয়ে টমেটো চাষাবাদ করে কমলগঞ্জের অনেক কৃষকই পুরোপুরি লাভবান হয়েছেন। চাষিদের ধারাবাহিক সফলতায় এই চাষ এখন বিস্তৃত হয়েছে জেলাব্যাপী।
বারি-৪ ও ৮ জাতের এই টমেটোর একটি গাছে গড়ে ৬ থেকে ৭ কেজি ফলন হয়। এ বছরও, ভালো ফলন এবং বাজারে ভালো দাম থাকায় খুশি কৃষকরাও। অন্যদিকে, চা বাগানের অনেক বেকার নারী শ্রমিকের এসব ক্ষেতে অস্থায়ী কর্মসংস্থানও হয়েছে।
এদিকে, টমেটো চাষিদের বিনামূল্যে সার, কীটনাশক ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে বলে জানান, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী।
এ বছর জেলায়, ৭৩ হেক্টর জমিতে গ্রাফটেড টমেটো আবাদ হয়েছে। যা থেকে উৎপাদন হবে প্রায় ১ হাজার মেট্রিক টন।