বন্দরে খালাস না হয়ে পড়ে থাকা ৬৪ লট পণ্যের নিলামের আয়োজন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নিলাম।
এবারের নিলামে উঠবে ৫ কোটি ৬৩ লাখ ৪২ হাজর ৯৬৫ টাকার থ্রি হুইলার সিএনজি ফোর স্ট্রোক ইঞ্জিন, ১ কোটি ২৪ লাখ ৫৬০ টাকার থ্রি হুইলার সিএনজিসহ ফুড স্টাফ, মেশিনারিজ, মোটর পার্টস, লোহা, স্টিল স্ক্রাফ, টেক্সটাইল পণ্য, ফেব্রিক্স, গ্লাসওয়্যার, পেপার ও প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য।
রোববার থেকে নিলামের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২৭ ও ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে টেন্ডার বক্সে দরপত্র জমা দিতে হবে। পাশাপাশি আগামী ২৫ ও ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিক্রয়যোগ্য পণ্য পরিদর্শন করতে পারবেন বিডাররা।