খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে আজ থেকে ভারতীয় চাল আমদানি বন্ধ রয়েছে। দেশে চালের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশে প্রতি বছর চালের চাহিদা দুই কোটি ৩১ লাখ ৮২ হাজার মেট্রিক টন হলেও বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগে মাঝে মধ্যে দেশে চাল আমদানির প্রয়োজন হয়। কিন্তু, কিছু আমদানিকারকরা সারা বছর ধরে চাল আমদানি করেন। এতে ভরা মৌসুমে চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এ অবস্থায় সরকার চাহিদামতো চাল আনতে আমদানিকারকদের তালিকা ও চাল আমদানির পরিমাণ নির্ধারণের সিদ্ধান্ত নেয়।
এর আগে, গত ২৫ আগস্ট, সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল সরকার।