বাজারে দ্রব্য সামগ্রীর উর্ধ্বগতি, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ও অধিক মুনাফা গ্রহণের কারণে নাভিশ্বাস উঠেছে পিরোজপুরের সীমিত ও নির্ধারিত আয়ের ক্রেতা সাধারণের। গত দশ দিনের ব্যবধানে, বাজারে প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে লাগামহীন ও অনিয়ন্ত্রিতভাবে।
প্রকারভেদে প্রতিটি সবজি কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৬০ টাকা। ১০ দিন আগে যে লাউ বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকায় আজ সে লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ১০০ থেকে ১১০ টাকার গাজর ও টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়।
বৃদ্ধির পাল্লায় পিছিয়ে নেই মুদি বাজারও। দৈনন্দিন জিনিসপত্র চলে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তবে, ব্যবসায়িক সমিতি বলছে, পিরোজপুরে পণ্য উৎপাদন কম হওয়ায় আমদানি নির্ভর হয়ে পড়েছেন এ জেলার ব্যবসায়ীরা। অন্যদিকে, উৎপাদনের জায়গায় মূল্য বৃদ্ধি পাওয়ায় মূল্য নিয়ন্ত্রণে তাদের কোনো প্রভাব নেই।