চলতি মৌসুমে রংপুরে পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছে চাষিরা। এক মাসের মধ্যেই এই পেঁয়াজ বাজারে উঠবে। এতে পেঁয়াজের দাম কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
জেলার আট উপজেলার আবাদি জমিতে এবার মুড়িকাটা, হালি ও দানা পেঁয়াজ চাষ করেছেন কৃষকরা। বর্তমানে জমি পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই এসব পেঁয়াজ বাজারে তোলার আশা তাদের। চলতি বছর, রংপুরে ৫শ’ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।