করোনায় রপ্তানি থমকে দাঁড়িয়েছিল কিন্তু, সরকারের যুগোপযোগী প্রণোদনা প্যাকেজসমূহের মাধ্যমে এ খাত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে ‘সোর্সিং বাংলাদেশ ২০২১- ভার্চুয়াল এডুকেশন’ মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, সরকারের সুদক্ষ বাস্তবমুখী পদক্ষেপের কারণে ভয়াবহ করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। এসময় তিনি আরও বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মের ব্যবহার বিশ্ব বাণিজ্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এবং এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।