রড, সিমেন্ট, বিটুমিনসহ সকল নির্মাণ সামগ্রীর বর্ধিত দাম আগামী ১৫ দিনের মধ্যে না কমালে সকল সরকারি উন্নয়ন কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে, চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতি।
সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে, সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু।
এসময় নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ঠিকাদাররা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বলেন, ৮ মাসের ব্যবধানে নির্মাণ সামগ্রীর মূল্য বেড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ। এতে হুমকির মুখে রয়েছে চট্টগ্রামে সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ।