সৌদি আবর ও সিঙ্গাপুর থেকে ২৮ লাখ ৯০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১৫ হাজার ৯৫ কোটি টাকা।
আগামী বছরের জানুয়ারি থেকে জুন-এ ছয় মাসের জন্য এ তেল আমদানি করা হবে।
সোমবার (২০ ডিসেম্বর) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
এতে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃক ২০২২ পঞ্জিকাবর্ষে আবুধাবি, সৌদি আরব থেকে ১৬ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ৭ হাজার ৪৬৭ কোটি ৬ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়।