নতুন বছরের প্রথমদিন থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের সব ধরনের শুল্ক-কর ই-পেমেন্ট পদ্ধতিতে পরিশোধ করতে হবে।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, আমদানিকারকরা ই-পেমেন্টর মাধ্যমে দ্রুত শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। এতে জাল কাগজপত্র জমা দিয়ে রাজস্ব ফাঁকির প্রবণতা কমে যাবে এবং আমদানিকারকরা তাদের পণ্য দ্রুত ডেলিভারি নিতে পারবেন। ইতিমধ্যে এই পেমেন্ট পদ্ধতির সাথে স্টেকহোল্ডাররা পরিচিত হয়েছেন।
এছাড়া এনবিআরও তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সব মিলিয়ে নতুন বছরে শুল্কায়নে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।