৮৩ কোটিরও বেশি টাকা ব্যয়ে চট্টগ্রাম বন্দরের মূল জেটির উজানে এক নম্বর জেটির পাশে নির্মিত হয়েছে নতুন একটি সার্ভিস জেটি।
চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে এই জেটি নির্মাণ করা হয়। এতে সময় কমবে, ভোগান্তি কমবে।
বন্দর সেবায় এটি বড় অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতো দিন, সার্ভিস জেটি না থাকায় কর্মকর্তাদের গুপ্তা এলাকায় গাড়ি নিয়ে গিয়ে জাহাজে উঠতে হতো। আবার কখনও ১৫ নম্বর ঘাটে গিয়ে জাহাজে উঠে বহির্নোঙরে যেতে হতো। এখন শহরের প্রধান সড়কের সঙ্গে লাগোয়া সার্ভিস জেটি চালু হওয়ায় কম সময়ে জেটিতে গিয়ে জাহাজে ওঠা যাবে।