সঠিক ব্যবস্থাপনার ফলে করোনাকালেও দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। এ বছর দেশের ১৬৭টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান থেকে রেকর্ড ৯৬ দশমিক ৫০৬ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ বলে জানিয়েছে বাংলাদেশ চা বোর্ড।
পাশাপাশি শুধুমাত্র উত্তরাঞ্চলে এ বছর রেকর্ড পরিমাণ ১৪ দশমিক ৫৪ মিলিয়ন কেজি চা জাতীয় উৎপাদনে যুক্ত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সরকারের আর্থিক প্রণোদনা, নিয়মিত মনিটরিং ও পরামর্শ প্রদান, বাগান মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টা, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, স্বাস্থ্য বিধি মেনে চা নিলাম কেন্দ্র চালু রাখা, চা শ্রমিকদের মজুরি, রেশন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের ফলে চা উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।