তৈরি পোশাক শিল্পের পণ্য নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি ইউরোপে যাচ্ছে পণ্যবাহী জাহাজ সোঙ্গা চিতা।
তৈরি পোশাক খাতের প্রায় ১ হাজার ১শ’ কনটেইনার নিয়ে ইতালির রেভেনা বন্দরে যাচ্ছে জাহাজটি। মাত্র ১৬ দিনে জাহাজটি ইতালি বন্দরে পৌঁছাবে। আগে, এই পথ অতিক্রম করতে সময় লাগতো প্রায় ৪০ দিন।
এর আগে, রোববার দুপুরে, চট্টগ্রাম বন্দর জেটিতে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত ও বিজিএমইএ নেতাদের উপস্থিতিতে জাহাজটিতে কনটেইনার লোড শুরু হয়। এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বলেন, সরাসরি ইউরোপে জাহাজ চলাচল শুরুর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের নতুন দিগন্তের উন্মোচন হলো।