চট্টগ্রামসহ সারাদেশে চায়ের ব্যবহারের তুলনায় উৎপাদন বাড়লেও ভাটা পড়েছে রপ্তানিতে। অথচ গত তিন বছরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ চা।
তবে যানবাহনের খরচ বেড়ে যাওয়া, বিদেশি মার্কেট না ধরা এবং ব্র্যান্ডিং না করার কারণেই চা রপ্তানির খাত প্রসারিত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, চায়ের উৎপাদন বাড়লেও ওইভাবে রপ্তানি বাড়ানো সম্ভব হয়নি। এ বছর প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় রপ্তানিকারকদের ৪ শতাংশ ক্যাশ ইন্সেন্টিভ দেয়া হচ্ছে। দেশীয় চাহিদাকে প্রাধান্য দিয়েই চায়ের রপ্তানি বাড়ানো হবে।